
ছবি:সংগৃহীত
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সীমান্তবর্তী অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৮টি ব্র্যান্ডের মোট ১ হাজার ৩৮৬ বোতল আমদানি নিষিদ্ধ মদ জব্দ করেছে পুলিশ।
শনিবার (১০ মে) ভোরে সীমান্তঘেঁষা ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টার দিকে মাদক পাচারের একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।
তবে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন জানান, “আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”
উল্লেখ্য, ভারতের মেঘালয় সীমান্তসংলগ্ন এই পাহাড়ি অঞ্চল দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে স্থানীয়রা জানান।
আলীম