ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সৌভাগ্য বয়ে আনল মেঘনা নদী, জালে উঠল বিশাল কাতলা

রীনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২১:০৪, ১০ মে ২০২৫

সৌভাগ্য বয়ে আনল মেঘনা নদী, জালে উঠল বিশাল কাতলা

ছবি: দৈনিক জনকন্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলেদের জালে ধরা পড়েছে একটি ১৯ কেজি ওজনের কাতলা মাছ।

শনিবার (১০ মে) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দূর্গারামপুরে মেঘনা নদী থেকে এই মাছটি ধরেন জেলে পরিতোষ বর্মনের নৌকার জেলেরা।

জানা যায়, উপজেলার গোপীনাথপুর মনতলা গ্রামের জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় আজও মেঘনা নদীতে মাছ ধরতে যান। বাছুরি নৌকায় জাল দিয়ে তারা মেঘনা নদীতে মাছ ধরেন। সকালে তাদের জালে একটি ১৯ কেজি ওজনের কাতলা মাছ ধরা পরে। পরে জেলেরা মাছটি নবীনগর বাজারে নিলে মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেন ৮৫০ টাকা কেজি দরে ১৬ হাজার ১৫০ টাকায় মাছটি কিনেন।

নৌকার মালিক পরিতোষ বর্মন জানান, ‘প্রতি দিনের মতো আমাদের বাছুরি নৌকা নিয়ে মেঘনা নদীতে আমরা মাছ ধরতে যায়। আমাদের জালে ধরা পড়া কাতলা মাছটির ওজন ১৯ কেজি।’

পরে মাছটি নবীনগর বাজারের সুনীল বর্মনের আড়তে তোলা হলে মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেন মাছটি ৮৫০ টাকা কেজি দরে ১৬ হাজার ১৫০ টাকায় মাছটি কিনে নেন। সৌভাগ্যক্রমে এই মাছটি জালে লেগেছে।

নৌকার আরেকজন জেলে সত্যগুণ বলেন, ‘মাঝে মধ্যে তিতাস ও মেঘনা নদীতে কাতলা, রুই, বোয়ালসহ অন্যান্য মাছ আমাদের জালে ধরা পড়ে। কিন্তু অনেকদিন পরে আমাদের জালে এ রকম বড় একটি কাতলা মাছ ধরা পড়ল। এ বছর এত বড় কাতলা এটাই প্রথম, তাই আমরা অনেক খুশি।’

মিরাজ খান

×