
ছবি : জনকণ্ঠ
গরমে একটু স্বস্তি দিতে মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জহির মৃধার পক্ষ থেকে রিকশা ও ভ্যানচালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শ্রমিকদলের আয়োজনে পৌরসভার ৯ নং ওয়ার্ড খাগদী বাসস্ট্যান্ডে এ স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ শেষে মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জহির মৃধা বলেন, “আমরা শ্রমিকদল করি, তাই শ্রমিকদের সুখে-দুঃখে আমরা সবসময় তাদের পাশেই থাকি। তাই গরমে একটু স্বস্তি দিতে আমাদের রিকশা ও ভ্যানচালকসহ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছি। আমি মনে করি আমাদের শ্রমিক ভাইয়েরা ভালো থাকলে, আমরা সবাই ভালো থাকব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু হাওলাদারসহ অনেকে।
সা/ই