
ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধ করতে মধ্যস্থতা করতে চাইছে আমেরিকা। এই পরিস্থিতিতে ফোনালাপ হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছে, রুবিও আজ শনিবার সকালে আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন। তিনি ভারত ও পাকিস্তান—উভয় পক্ষকেই উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করতে মার্কিন সহায়তার প্রস্তাব দিয়েছেন।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়ে দিয়েছেন, ভারত যদি উত্তেজনা সৃষ্টির কার্যক্রম বন্ধ করে, তাহলে ইসলামাবাদও তা করবে।
এদিকে বিবিসি জানিয়েছে, মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সঙ্গেও কথা বলেছেন। এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার সময় উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন রুবিও।
ফুয়াদ