ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প

প্রকাশিত: ১৯:০৪, ১০ মে ২০২৫; আপডেট: ১৯:০৭, ১০ মে ২০২৫

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

যদিও ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন, তবে তারা কারো পক্ষ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার কথা উল্লেখ করেননি।

গত চার দিন ধরে চলা সংঘর্ষে পরিস্থিতি চরমে পৌঁছায় — উভয় পক্ষই পরস্পরের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ যাদের ভারত ও পাকিস্তান দুই দেশের সাথেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে — শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার সন্ধায় ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা ফোনালাপে কথা বলেন এবং উভয় পক্ষকে "ভুল গণনা এড়িয়ে সমাধানের পথ খুঁজে বের করার" আহ্বান জানান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মার্কো রুবিওর সঙ্গে নিজের কথোপকথনকে “অত্যন্ত আশাব্যঞ্জক” বলে উল্লেখ করেন।

এর কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

 

সূত্র: https://www.nytimes.com/live/2025/05/10/world/pakistan-india-kashmir

রবিউল

×