
ছবি: সংগৃহীত
বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ১ জুন থেকে, যা ১৯ জুন পর্যন্ত চলবে।
সরকারি-বেসরকারি কলেজগুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, চলবে ১২ জুন পর্যন্ত। তবে দীর্ঘ ছুটির কারণে ১৭ ও ২৪ মে—দুই শনিবার—স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি অফিসগুলোও ১৭ ও ২৪ মে খোলা থাকবে, যদিও সাপ্তাহিক ছুটি হিসেবে সাধারণত বন্ধ থাকে।
এছাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের আওতায় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহার ছুটি ১ জুন শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত চলবে, এবং সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি ৩ জুন শুরু হয়ে ১২ জুন পর্যন্ত চলবে।
এসইউ