ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বোয়ালমারীতে মাটি ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা জরিমানা 

এন কে বি নয়ন, বোয়ালমারী, ফরিদপুর

প্রকাশিত: ২১:১৫, ১০ মে ২০২৫

বোয়ালমারীতে মাটি ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা জরিমানা 

ছবি: দৈনিক জনকন্ঠ

ফরিদপুরের বোয়ালমারীতে বেআইনিভাবে মাটি কাটায় ও ফসলি জমি নষ্ট করায় এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল শনিবার (১০ মে) দুপুরে আদালত পরিচালনা করেন। 

আদালত সূত্র জানায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালি গ্রামের মো: রফিকের ছেলে মো: কামরুল বেআইনিভাবে কৃষি জমি থেকে মাটি কেটে কৃষি জমির ভিতর দিয়ে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করে আসছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো: কামরুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।  

এর সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, ‘ফসলি জমি থেকে মাটি কাটায় এবং ফসলি জমি নষ্ট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে।’

মিরাজ খান

×