
আজ শনিবার (১০ মে, ২০২৫) বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। পোস্টে তিনি স্পষ্ট ভাষায় বলেন,“নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করুন। এটা হবে আওয়ামী প্রশ্ন সমাধানের প্রথম ধাপ।"
তিনি আরও লেখেন, “এখানে থেমে যাওয়া যাবেনা, জনগণকে মূলা দেখানো যাবেনা, ইস্যু জিইয়ে রাখা যাবেনা। বিচার প্রক্রিয়ায় পার্মানেন্টলি নিষিদ্ধ করতে হবে, প্রয়োজনে পৃথক ট্রাইবুনাল গঠন করে আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে।”
আসিফ সৈকতের ভাষ্যমতে, “আপনারা শুরু করেন,নির্বাচিত সরকার সেটা টেনে নিয়ে যাবে। আপনারা ৯ মাসে কিছুই শুরু করেন নাই, নাঁকি কান্দন আর ইস্যু তৈরি ব্যতীত। মনে রাইখেন-বিচারের উছিলায় আবার ইলেকশনের ডেট নিয়া কাপঝাপ শুরু কইরেন না। জনগণ সজাগ আছে।”
আফরোজা