
ছবিঃ সংগৃহীত
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে এজেডএম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বদিউজ্জামান মানিক ও বাবুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শনিবার (১০ মে) উৎসবমুখর পরিবেশে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এবং প্রধানবক্তা হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ) এর সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. আমিনুল ইসলাম, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ্যাড. রিনা পারভীন উপস্থিত ছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু সম্মেলনের উদ্বোধন করেন।
অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এ্যাড. আদম সুফি, যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম-আহ্বায়ক এম এ মজিদসহ ছয়টি ইউনিয়নের আহ্বায়কবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ইমরান