ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আটোয়ারী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল নির্বাচিত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

প্রকাশিত: ২৩:১২, ১০ মে ২০২৫; আপডেট: ২৩:১২, ১০ মে ২০২৫

আটোয়ারী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল নির্বাচিত

ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে এজেডএম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বদিউজ্জামান মানিক ও বাবুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শনিবার (১০ মে) উৎসবমুখর পরিবেশে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এবং প্রধানবক্তা হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটি  (রংপুর বিভাগ) এর সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. আমিনুল ইসলাম, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ্যাড. রিনা পারভীন উপস্থিত ছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু সম্মেলনের উদ্বোধন করেন। 

অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এ্যাড. আদম সুফি,  যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম-আহ্বায়ক এম এ মজিদসহ ছয়টি ইউনিয়নের আহ্বায়কবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইমরান

×