ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

দেবিদ্বারে ছাব্বির হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ও দাউদকান্দি

প্রকাশিত: ২৩:১২, ১০ মে ২০২৫; আপডেট: ০০:২৩, ১১ মে ২০২৫

দেবিদ্বারে ছাব্বির হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম ছাব্বির হত্যা মামলার এজহারভূক্ত ৪৯ নম্বর আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলাম সরকারকে (৬০) গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

শুক্রবার (০৯ মে) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলাম সরকারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ

শনিবার (১০ মে) দুপুরে গ্রেফতারকৃত মো. সিরাজুল ইসলাম সরকারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

মো. সিরাজুল ইসলাম সরকার উপজেলার এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউনিয়ন পরিষদের টানা পাঁচ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি ছাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত ৪৯ নম্বর আসামি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেবিদ্বার থানা ঘেরাওয়ের সময় ছাব্বিরের মাথায় গুলিবিদ্ধ হন। মাসাধিককাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসলে গত বছরের ১৪ সেপ্টেম্বর সকাল ৯ টায় তিনি মারা যান।

নিহত আমিনুল ইসলাম ছাব্বির মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। 

তিনি মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি সংসার চালাতে তিনি ভ্যান চালাতেন। বাবার মৃত্যুর পর মা রিনা আক্তারসহ দুই ভাই ও এক বোনকে নিয়ে দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন।

গুলিবিদ্ধ হবার পর গত বছরের ৮ সেপ্টেম্বর ছাব্বিরের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৯৯ জনকে আসামি করে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া মো. সিরাজুল ইসলাম সরকার সেই মামলার ৪৯ নম্বর আসামি।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মো. সিরাজুল ইসলাম সরকারকে নিজ গ্রাম মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

 

রাজু

×