
ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। ব্রিটিশ-দক্ষিণ এশীয় ফুটবলারদের নিয়ে গঠিত এই একাদশে হামজা জায়গা পেয়েছেন টানা দ্বিতীয় বছর।
গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় হামজার। গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচে লাল-সবুজের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির খেলোয়াড় হামজা বর্তমানে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। ক্লাবটির হয়ে চলতি মৌসুমে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ-দক্ষিণ এশীয় ফুটবল স্কাউট জোহাইব রশিদ মিলে এই বর্ষসেরা একাদশ নির্বাচন করেছেন। ইউরোপের বিভিন্ন স্তরে ছড়িয়ে থাকা ব্রিটিশ-দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ফুটবলারদের মধ্য থেকে বাছাই করা হয়েছে সেরা একাদশ। সেখানে মিডফিল্ডে সেরা হিসাবে টানা দ্বিতীয়বার জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী।
এই একাদশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হামজা চৌধুরী, যা দেশের ফুটবলের জন্য গর্বের একটি মুহূর্ত হিসেবেই ধরা যাচ্ছে।
এসএফ