
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী ঠেকাতে (পুশইন) বিজিবি জনবল বৃদ্ধিসহ সীমান্তে রাত্রিকালীন টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবি।শনিবার রাতে জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছে ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মেহেদী হাসান।
উল্লেখ্য, গত দুদিনে সিলেট সীমান্তে ভারতীয়রা ৪৪ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই তাদেরকে সিলেট সীমান্তে পুশইন করে। পুশইনের প্রতিবাদে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিবাদ জানিয়ে ভারতের কাছে চিঠি দেয়।
এদিকে প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান ভারতের পুশইন কার্যক্রমকে অবৈধ বলে উল্লেখ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, পুশইন করা ৪৪ জন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে ২৬ জনের পরিচয় শনাক্ত করে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৪ জনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
বিজিবির ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক জনকণ্ঠকে বলেন, অনুপ্রবেশকারীদের পরিচয় শনাক্ত করে তাদেরকেও পরিবারের হাতে হস্তান্তর করা হবে। কর্নেল মেহেদী হাসান বলেন, ৪৪ জনের মধ্যে একজন ভারতীয় নাগরিক নয়।
তিনি বলেন, ভারতীয় কোনো অনুপ্রবেশকারী ফেলে তাদেরকে আইনের মাধ্যমে বিচার করা হবে।
আফরোজা