
ছবি: সংগৃহীত
"মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে উদযাপিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ।
এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। পরে একটি র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান স ম ফজলুল হক বাচ্চু, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন, বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজানুর রহমান চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি শাহরিয়ার জামান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান'সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সৌজন্য পুরস্কার বিতরণ করা হয়।
আলীম