
ছবি: সংগৃহীত
এখন পর্যন্ত ভারতে বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। বাংলাদেশের এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না ভারত থেকে।শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব।
এবার এ নিয়ে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে ছবি সম্বলিত একটি পোস্ট শেয়ার করা হয়েছে। সেখানে এডমিনের বরাতে লেখা হয়েছে-
“জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বাংলাদেশের ছয় টেলিভিশনের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত সরকারের অনুরোধের পর এই পদক্ষেপ নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
শুক্রবার তথ্যপ্রযুক্তি ও মিডিয়া বিশ্লেষণ সংস্থা ডিজিটালি রাইটের ‘ডিসমিসল্যাব’ এ তথ্য জানিয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে। সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ।”
গতকাল শুক্রবার ডিসমিসল্যাব জানিয়েছিল যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারত থেকে বন্ধ করেছে ইউটিউব।
আজ শনিবার ডিসমিসল্যাব তাদের হালনাগাদ প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের আরও দুটি টেলিভিশন চ্যানেল- সময় টিভি এবং ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলের সম্প্রচারও ভারত থেকে বন্ধ করা হয়েছে। এই ছয়টি চ্যানেলই ইউটিউব ভেরিফায়েড (স্বীকৃত)। এদের মোট সাবস্ক্রাইবার ৫ কোটি ৪২ লাখের বেশি।
শিহাব