ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বিনামূল্যে চোখের ছানি অপারেশনে প্রশংসনীয় উদ্যোগ

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ১৮:৫৬, ১০ মে ২০২৫

বিনামূল্যে চোখের ছানি অপারেশনে প্রশংসনীয় উদ্যোগ

ছবি: দৈনিক জনকন্ঠ

চট্টগ্রাম জেলার মীরসরাই ও ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ৩০ জন চক্ষু রোগীর চোখের ছানি অপারেশন বিনামূল্যে সম্পন্ন করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা’র সার্বিক সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় এই মানবিক কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। অপারেশনের পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ ও চশমাও বিতরণ করা হয়েছে, যা সুবিধাবঞ্চিত মানুষদের জন্য অত্যন্ত সহায়ক। 

শনিবার (১০ মে) ফেনী চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারে দিনব্যাপী এই কার্যক্রমটি পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী প্রতাপ বনিক, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো: রিফাত আহমদ ও তাসলিমা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা প্রিয়ন্তি আইচসহ আরও অনেকে।

বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা’র নির্বাহী পরিচালক মো: আলমগীর জানান, ‘চোখের ছানি অপারেশনসহ অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

অপকা দীর্ঘদিন ধরে মীরসরাই ও ছাগলনাইয়া উপজেলায় স্বাস্থ্যসেবা কার্যক্রমসহ শিক্ষা, কৃষি এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটির এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সুবিধাবঞ্চিত মানুষের চোখের ছানি অপারেশনসহ অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার জন্য অপকা প্রতিশ্রুতিবদ্ধ।

মিরাজ খান

×