
ছবি: সংগৃহীত
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে, দুই দেশের সামরিক বাহিনীর মহাপরিচালকরা একে অপরকে ফোন করে যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন, যা আজ ভারতীয় সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) থেকে কার্যকর হবে।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এক বিবৃতিতে জানান, উভয় পক্ষ সম্মত হয়েছে যে, স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে। এই সমঝোতা বাস্তবায়নের জন্য উভয় পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সামরিক মহাপরিচালকরা আগামী ১২ মে দুপুর ১২টায় আবারও আলোচনা করবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই যুদ্ধবিরতির মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ট্রাম্প এক পোস্টে বলেন, "ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে," এবং উভয় দেশকে শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য অভিনন্দন জানান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন এবং পাকিস্তান সবসময়ই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে বলে উল্লেখ করেন। এই যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও সামরিক সংঘাতের পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এসইউ