ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বেনাপোলে পাওনা টাকা চাওয়ায় সংঘর্ষ: নিহত ১

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ১৮:৫৩, ১০ মে ২০২৫

বেনাপোলে পাওনা টাকা চাওয়ায় সংঘর্ষ: নিহত ১

ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে সুমন (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের নূর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে জমি বন্ধকের ৬০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সুমনের সঙ্গে একই গ্রামের মফিজুর রহমান (৫৫), মশিয়ার রহমান (৪০) ও সাইদুল্লাহর (৩৪) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা একত্রিত হয়ে সুমনকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। বিকেলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, এ ধরনের একটি ঘটনার খবর পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাজেদ/রবিউল

×