
ছবিঃ প্রতিবেদক
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ফসলি জমিতে অনুমোদনহীনভাবে ইটভাটা নির্মাণের কার্যক্রম শুরু করেছে এক প্রভাবশালী চক্র। এরই মধ্যে ইটভাটার মাটি টানা ট্রাক্টরের চাপায় প্রাণ হারিয়েছে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র। ঘটনায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া বৃ-মাগুরা এলাকায় একটি নতুন ইটভাটার নির্মাণ কাজ শুরু হয়েছে। সড়কের পাশেই তৈরি হচ্ছে অফিস ঘর, ফসলের মাঠে স্তূপ করে রাখা হচ্ছে মাটি। জমি লিজ দিতে স্থানীয় কৃষকদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ ওঠেছে।
গত শুক্রবার (৯ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে লক্ষণদিয়া গ্রামের কলেজ ছাত্র সজীব সরকার প্রনয় মাটি বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি তার কাকার বৌভাত অনুষ্ঠানের জন্য বাজারে যাচ্ছিলেন। নিহতের ঘটনায় এলাকা জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় কৃষকরা বলেন, ফসলি জমিতে ভাটা হলে আমাদের উৎপাদন কমে যাবে। এর সঙ্গে এখন প্রাণহানিও যোগ হয়েছে।
জানা গেছে, ভাটাটি নির্মাণ করছেন বালিয়াকান্দির এক প্রভাবশালী ব্যক্তি জলিল। তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ইটভাটা চালু হয়নি বলে জানান, তবে অনুমতির বিষয়ে কোনো সদুত্তর দেননি।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন বলেন, ‘ট্রাক্টরের চাপায় কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ফসলি জমিতে ইটভাটা নির্মাণের ক্ষেত্রে আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ‘ফসলি জমিতে ইটভাটা নির্মাণের কোনো সুযোগ নেই। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পরিবেশ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক হারুন-অর-রশীদ জানান, এই ভাটার কেউ এখনো আমাদের কাছে কোনো আবেদন করেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরশি