
গাজীপুর : বাস থেকে ফেলে হত্যার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
গাজীপুরে ভাড়া নিয়ে বিতর্কের জেরে কলেজ ছাত্র সিয়ামকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের সহপাঠী শিক্ষার্থীরা ও এলাকাবাসী। এ সময় তারা তাকওয়া পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়। শনিবার গাজীপুর মহানগরীর ওই মহাসড়কের পোড়াবাড়ি (মাস্টারবাড়ি) এলাকায় অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিক্ষোভকারীদের বুঝিয়ে দুপুর ১২ টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।
প্যানেল