ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ধনবাড়ীতে আ’লীগ নেতা হত্যা মামলার প্রাধান আসামী গ্রেপ্তার

হাফিজুর রহমান,নিজস্ব সংবাদদাতা,মধুপুর,টাঙ্গাইল

প্রকাশিত: ২১:১৮, ১০ মে ২০২৫

ধনবাড়ীতে আ’লীগ নেতা হত্যা মামলার প্রাধান আসামী গ্রেপ্তার

ছবি:সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ীতে আ’লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।

ধনবাড়ী থানার ওসি শহিদুল্লাহ জানান, আ’লীগ নেতা মিজানুর রহমান হত্যা মামলার প্রধান আসামী আল-আমিন কে শুক্রবার(৯এপ্রিল) রাতে অভিযান চালিয়ে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী আল-আমিন (২৪) কে শনিবার টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।  

উল্লেখ্য, গত শুক্রবার (২ মে) রাতে মাদ্রাসার জমি নিয়ে বিরোধের জেরে উপজেলার ভাইঘাট বাসস্ট্যান্ড এলাকায় আ’লীগ নেতা মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি ধোপাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

আলীম

×