ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

মা দিবসে ক্যাডেট কলেজ ক্লাবের ব্যতিক্রমী আয়োজন

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৫:২৯, ১০ মে ২০২৫

মা দিবসে ক্যাডেট কলেজ ক্লাবের ব্যতিক্রমী আয়োজন

ছবি: জনকণ্ঠ

আগামীকাল রবিবার পালিত হবে বিশ্ব মা দিবস। এ উপলক্ষে ক্যাডেট কলেজ ক্লাব আয়োজন করেছে এক ব্যতিক্রমী অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে চারটায়, চলবে রাত দশটা পর্যন্ত।

অনুষ্ঠানে উন্মোচন করা হবে বিশেষ প্রকাশনা ‘মায়ের কাছে প্রথম চিঠি’। ১৯৫৮ সালে ভর্তি হওয়া প্রবীণ ক্যাডেট থেকে শুরু করে ২০২৪ সালে ভর্তি হওয়া কিশোর-কিশোরীরা কলেজে ভর্তির পরদিন মাকে লেখা চিঠির অনুলিপি হাতে লিখে এতে সংকলন করেছে। অনুষ্ঠানে থাকবে মায়ের সঙ্গে ছবি তোলার বুথ, যেখানে তোলা ছবি সাথে সাথেই ফ্রেমিংসহ তুলে দেওয়া হবে।

উপস্থিত মায়েরা বলবেন তাঁদের কথা, জানাবেন সন্তানের প্রতি অনুভবের কথা। এছাড়াও পাঠ করা হবে মা বিষয়ক কবিতা, পরিবেশিত হবে গান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্যাডেট কলেজসমূহের শিক্ষক অধ্যাপক আবু মহম্মদ রইস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিখ্যাত যাদুকর জুয়েল আইচ।

শহীদ

আরো পড়ুন  

×