
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণহত্যাসহ বিগত ১৭ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে যত অপকর্ম হয়েছে, তার বিচার বাংলার মাটিতে করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি। রাষ্ট্র ও মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচনে যেতে হবে।
বুধবার (২ জুলাই) সন্ধ্যায়, দেশ গড়তে জুলাই পদযাত্রা‘ লালমনিরহাট মিশনমোর পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে মৌলিক সংস্কারের জন্য যে কার্যক্রম চলছে, জুলাই সনদ এই মাসে হওয়ার কথা সেই সনদ আদায় করার জন্য আমরা রাজপথে নেমেছি। জুলাইয়ের ঘোষণাপত্র নতুন সংবিধান এবং ফ্যাসিস্ট খুনি হাসিনা গত ষোল বছর বাংলার মানুষের অধিকার হরন করেছে তাদের বিচার নিশ্চিত করার জন্য এনসিপির পদযাত্রা শুরু হয়েছে। যারা সন্ত্রাসী বাহিনী ছিল তাদের এখনো গ্রেফতার করা হয়নি। আদালতে গেলে তাদের ছেড়ে দেয়ার ব্যবস্থা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে তাদের পুনঃবাসনের চেষ্টা হচ্ছে। সেসকল চেষ্টাকে প্রতিহত করতে হবে। পদযাত্রার মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা শুনে এনসিপি ইশতেহার ও ঘোষণাপত্র তৈরি করবে।
এসময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।এর আগে এনসিপি লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় সংগঠন রাসেল আহমেদ মহেন্দ্র নগরে কেন্দ্রীয় নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে গোশালা বাজার এমটি হোসেন মাঠে থেকে এক পথযাত্রা শুরু হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে মিশনমোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
রিফাত