ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

রাজবাড়ীর বালিয়াকুম খাল কাগজে আছে, বাস্তবে নেই 

সোহাগ মিয়া, কন্ট্রিবিউটিং রিপোর্টার, রাজবাড়ী

প্রকাশিত: ২১:৫২, ২ জুলাই ২০২৫

রাজবাড়ীর বালিয়াকুম খাল কাগজে আছে, বাস্তবে নেই 

ছবি: জনকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে বালিয়াকুম খালের এখন কোন অস্তিত্ব নেই। বর্তমানে এ খালের জমি বিভিন্ন লোকে ব্যক্তি মালিকানা দাবি করে প্লোটে প্লটে ফসল রোপন ও বাড়ি-ঘর নির্মাণ করছে। জমি দখল মুক্ত করে খাল পুনঃখননের দাবি জানিয়েছে এলাকাবাসী। 

জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর এলাকায় তিন কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৩০০ বিঘা জমিতে এক সময় বালিয়াকুমের যৈবন ছিল ভরপুর। বালিয়াচর বাজারে ব্রিজ সংলগ্ন ছোট্ট একটু নালা বর্তমান খালের অস্তিত্ব রয়েছে। 

স্থানীয় মোহাম্মদ আলী জানান, স্বাধীনতার পূর্বে থেকেই আমাদের এই বালিয়াকুমে অনেক মাছ পাওয়া যেত। এখন বর্তমান এই খালের যে অবস্থা সামনের জমির মালিক খালের জায়গা দখল নিয়ে ইচ্ছামত পুকুর তৈরি করেছে। অনেকেই নিজের জমি দাবি করে বাড়ি-ঘর তৈরি করেছেন। 

দায়িত্বশীলরা জানান, সরকারি কাগজে খালের অস্তিত্ব রয়েছে কিন্তু বাস্তবে তা আর নেই। সরকারি বালিয়াকুমের জমি সরকারি আয়ত্তে নিয়ে পুনঃখনন করে এলাকায় মাছের অভয়ারণ্য করার দাবি জানাই।  

খানখানাপুর ইউনিয়ন ভূমিকর্তা জনাব আলী জানান, বালিয়াকুমের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানাবো। এসএ রেকর্ড অনুযায়ী খালের অস্তিত্ব রয়েছে। আরএস ম্যাপে রয়েছে। তবে বর্তমানে রেকর্ডে যদি কোন ঝামেলা থাকে আমরা রেকর্ড সংশোধনী মামলা করে উক্ত জমিতে পুনঃখালখননের ব্যবস্থা করব।

আবির

×