
ছবি: সংগৃহীত
সিলেটে কারারক্ষি ও মহিলা কারারক্ষি নিয়োগ পরীক্ষার প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়েছে।আজ(১০মে) প্রাথমিক এই বাছাই পর্বে সিলেট বিভাগ থেকে ১৭০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।তাদের মধ্যে ছেলে ১৫০০ এবং মেয়ে ২০০ জন।
সারা দেশ থেকে মোট ৫০৫ জনকে নিয়োগ দেওয়া হবে।তার মধ্যে ছেলে ৩৭৮ জন এবং মেয়ে১২৭ জন।এর আগে নিয়োগ পরীক্ষা ঢাকায় নেওয়া হলেও প্রার্থীর আর্থিক অবস্থা এবং যাতায়াতের কষ্ট লাঘবের জন্য এবার বিভাগ ভিত্তিক পরীক্ষা নেওয়া হচ্ছে । ছেলেদের ক্ষেত্রে ৫' ৬" এবং মেয়েদের ক্ষেত্রে ৫'২" উচ্চতা চাওয়া হলেও তার অধিক উচ্চতা সম্পন্ন যারা তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে এই বাছাই পর্বে।
তিন ধাপের প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় উচ্চতা,দৌড় এবং লাফ সম্পন্ন হয়েছে।সেখানে যারা সিলেক্ট হবেন লিখিত পরীক্ষায় তাদেরকেই ডাকা হবে।লিখিত পরীক্ষা ঈদ পরে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন এআইজি মোহাম্মদ জান্নাতুল ফরহাদ।
প্রাথমিক এ বাছাই পর্বের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,এডিশনাল আইজি মুস্তফা কামাল। এসময় সেবা সুরক্ষা বিভাগের উপসচিব,জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবং পিএসসির উপপরিচালক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সারা দেশে ৪৭০০০পুরুষ এবং ৩৩০০ জন নারী এই নিয়োগ পরীক্ষায় আবেদন করেছেন।
আলীম