
ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতে চীনের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। বিশিষ্ট সামরিক বিশ্লেষক শন বেল জানিয়েছেন, এই সংঘাতে চীনের ভূমিকা ‘রোমাঞ্চকর’ এবং পশ্চিমা বিশ্বের জন্য তা এক ধরনের সতর্কবার্তাও।
বেল বলেন, প্রথমে ভারত তাদের যুদ্ধবিমান ক্ষয়স্বীকার করতে অস্বীকৃতি জানালেও সময়ের সঙ্গে আরও বিশ্বাসযোগ্য প্রমাণ সামনে এসেছে, যা থেকে ধারণা করা যাচ্ছে—তাদের কয়েকটি যুদ্ধবিমান নষ্ট হয়েছে বা গুলি করে নামানো হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বরাতে তিনি বলেন, পাকিস্তান একটি চীনা নির্মিত যুদ্ধবিমান দিয়ে ভারতের ফ্রান্স-নির্মিত রাফাল জেট গুলি করে নামিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বেল আরও বলেন, চীন সাধারণত তাদের সামরিক দক্ষতা প্রকাশ্যে প্রদর্শন করে না। কিন্তু যদি সত্যিই তাদের রপ্তানি করা ক্ষেপণাস্ত্র দিয়ে একটি পশ্চিমা যুদ্ধবিমান ধ্বংস হয়—তাহলে তা পশ্চিমা বিশ্বের জন্য অত্যন্ত উদ্বেগজনক একটি ইঙ্গিত।
তিনি মনে করেন, এই ঘটনা চীনা অস্ত্র প্রযুক্তির কার্যকারিতা ও বৈশ্বিক প্রতিযোগিতায় তাদের অগ্রগতির একটি নতুন ইঙ্গিত বহন করছে, যা ভবিষ্যতে যুদ্ধের কৌশল ও কূটনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
এসএফ