ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বন্ধ হলো বাল্যবিবাহ: জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৮:৪০, ১০ মে ২০২৫

বন্ধ হলো বাল্যবিবাহ: জরিমানা আদায়

ছবি: দৈনিক জনকণ্ঠ

দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে (১৬) বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করেছিলো পরিবার। খবর পেয়ে ওই বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। 

পাশাপাশি বাল্যবিয়ের সাথে জড়িত থাকায় দুইজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯ মে) দিবাগত রাতে জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামে।

আজ শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন বলেন, উপজেলার রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ে ১০ শ্রেণীর ছাত্রী ও রাজিহার গ্রামের রঞ্জন মল্লিকের মেয়ে পূজা মল্লিককে তার পরিবারের লোকজন জোরপূর্বক বাল্যবিয়ে দিচ্ছিলেন। 

শুক্রবার দিবাগত রাতে রামানন্দের আঁক গ্রামের বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী মন্টু বিশ্বাসের ছেলে স্বাগতম বিশ্বাসের সাথে বিয়ের দিন ধার্য করা হয়। বিয়ের সব আয়োজন সম্পন্নের পাশাপাশি কনের বাড়িতে আসেন বরযাত্রীও।

স্থানীয়রা জানিয়েছেন, বাল্যবিয়ের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন। 

তার আসর খবর পেয়ে বর-কনে ও ব্রাহ্মণ পালিয়ে যায়। এসময় কনের মা ও মামিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবা রঞ্জন মল্লিককে পাঁচ হাজার টাকা জরিমানা করে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে। সেই সাথে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য লিখিত মুচলেকা রাখা হয়েছে। 

খোকন আহম্মেদ হীরা/ফারুক

×