
ছবি: সংগৃহীত।
নীলফামারীর সৈয়দপুরে রাফি (২২) নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে উপজেলার ধলাগাছ মতির মোড় পেট্রোল পাম্প সংলগ্ন ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাফি সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া মহল্লার আব্দুল হাফিজ ওরফে হাফেজের ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফহিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শনিবার সকালে জেলা মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, “ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।”
নুসরাত