
ছবি - জনকণ্ঠ
সাভারের আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় রুবেল মণ্ডল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
শুক্রবার রাতে র্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার আশরাফ আলী মণ্ডলের ছেলে আমজাদ মণ্ডল (৪৫) এবং একই এলাকার সেরাজ উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর (৩৬)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল শুক্রবার সন্ধ্যায় ধামরাই থানাধীন কালামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মণ্ডল হত্যাকাণ্ডের অন্যতম মূলহোতা আমজাদ মণ্ডলসহ তার এক সহযোগী জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, বেশ কিছুদিন ধরে গ্রেপ্তারকৃত আমজাদ মণ্ডল গংদের সঙ্গে মাছের ঘের নিয়ে বিরোধ চলছিল রুবেল মণ্ডলদের। এর জেরে গত ৭ মে সকালে রুবেলকে মাছের ঘের সংক্রান্ত বিরোধ মীমাংসার কথা বলে আমজাদ ও তার সহযোগীরা আশুলিয়ার পাড়াগ্রামের একটি অফিসে ডেকে নেয়। পরে রুবেল মণ্ডলকে তার নিজ মাছের ঘেরের পাড়ে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
সা/ই