
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, “আওয়ামী লীগকে রেখে দেয়া হচ্ছে গণতন্ত্রের জন্য হুমকি। এ দলটি কোনো রাজনৈতিক দল নয়—তাদের প্রমাণ করতে হবে যে তারা আদৌ একটি রাজনৈতিক দল।”
সারোয়ার তুষার আরও বলেন, “আমরা পরিস্কারভাবে দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ একটি দেশবিরোধী শক্তিতে পরিণত হয়েছে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের শীর্ষ নেতৃত্ব পাশের দেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”
তিনি অভিযোগ করেন, “এই দলটি বারবার গণতন্ত্র ধ্বংস করেছে। ১৯৭৫ সালে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল, আর ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত 'নব্য বাকশালী' শাসন চালিয়ে সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে।”
তার ভাষ্য অনুযায়ী, “এই দলকে টিকিয়ে রাখাই বর্তমানে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি।”
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/18xHrjamGH/
মারিয়া