
ছবি: সংগৃহীত
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের পাল্টা সামরিক অভিযানে ধর্মীয় উপাসনালয়সহ বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।
শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, "রাতভর একাধিক অস্ত্রসজ্জিত ড্রোন পাঠিয়ে সাধারণ মানুষের জীবন এবং ধর্মীয় স্থানগুলোকে ঝুঁকির মুখে ফেলা হয়েছে।"
বিবৃতিতে আরও বলা হয়, ভারতের জম্মু শহরে অবস্থিত জনপ্রিয় ধর্মীয় স্থান শম্ভু মন্দির-কে লক্ষ্য করে হামলা চালানো হয়। এছাড়া জম্মুর আবাসিক এলাকাও হামলার শিকার হয়।
শনিবার ভোরে পাকিস্তান জানায়, ভারতের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিসহ বেশ কয়েকটি স্থানে ভারত হামলা চালিয়েছে। এর প্রতিশোধে পাকিস্তান পাল্টা অভিযান শুরু করে।
ভারত-শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বৃহত্তম শহর শ্রীনগর ও জম্মুতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সূত্র: https://edition.cnn.com/world/live-news/india-pakistan-operation-sindoor-05-10-25
এএইচএ