ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

হাইওয়ে পুলিশের ইন্টারেক্টিভ ওয়েবসাইট উদ্বোধন

প্রকাশিত: ১৬:২২, ১০ মে ২০২৫

হাইওয়ে পুলিশের ইন্টারেক্টিভ ওয়েবসাইট উদ্বোধন

আজ শনিবার (১০ মে ২০২৫) সকাল ১১.০০টায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স-এর সম্মেলন কক্ষে বহুল তথ্যসম্বলিত যুগোপযোগী ইন্টারেক্টিভ ওয়েবসাইট উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা। হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন) জনাব মোঃ শামসুল আলম-এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ প্রধান বলেন, হাইওয়ে পুলিশের এই ইন্টারেক্টিভ ওয়েবসাইটটি অত্যন্ত তথ্যপ্রযুক্তি-ভিত্তিক ও তথ্যবহুল একটি ওয়েবসাইট। তিনি বলেন, মহাসড়ক ব্যবহারকারীদের এই ওয়েবসাইটটি অনেক উপকারে আসবে।

উক্ত অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইন্টারেক্টিভ ওয়েবসাইটের প্রধান প্রধান ফিচারসমূহ:

হাইওয়ে পুলিশ ডিজিটাল ম্যাপ, যেখানে জুরিসডিকশনসহ হাইওয়ে থানার অবস্থান, স্থানীয় থানা, হাসপাতাল, ফায়ার সার্ভিস, রেস্টুরেন্ট, পেট্রোল পাম্প, ওয়ার্কশপ, গরুর হাট-এর জিও লোকেশন ও যোগাযোগ নম্বরসহ ব্যবহারকারীর বর্তমান অবস্থান থেকে দূরত্ব ও রুটসহ আরো অনেক ধরনের প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে।

ফোন ডিরেক্টরি, যেখানে হাইওয়ে পুলিশের সিনিয়র অফিসার ও থানার নাম্বার খুবই সহজেই পেয়ে যাবে মহাসড়ক ব্যবহারকারীরা। মহাসড়কে অপ্রীতিকর ঘটনা এড়াতে একটি অভিযোগ বক্স রাখা হয়েছে, যেখানে সড়ক ব্যবহারকারীরা খুব সহজেই তাদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন।

এই ওয়েবসাইটটিতে ই-প্রসিকিউশন, অপরাধ পরিসংখ্যানসহ হাইওয়ে পুলিশের অনেক তথ্য পাওয়া যাবে।

নির্বিঘ্নে যাতায়াতের জন্য গুগল ম্যাপ ও ট্রাফিক আপডেট সন্নিবেশিত আছে।

আফরোজা

×