ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

হাসনাত আবদুল্লাহ

আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন

প্রকাশিত: ১৮:১৭, ১০ মে ২০২৫

আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন কোনোভাবেই থামানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আমার কণ্ঠরোধ করা হয় বা আমি কর্মসূচি ঘোষণা দিতে না পারি, তবুও ছাত্র-জনতাকে বলছি—আন্দোলন চালিয়ে যাবেন।”

শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত  গণজমায়েতে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, “২০১৩ সালের শাহবাগ থেকেই দেশে ফ্যাসিবাদের সূচনা হয়েছে। আর এই শাহবাগ থেকেই ফ্যাসিবাদের পতন ঘটবে। মত ও পথ ভিন্ন হতে পারে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে আমাদের অবস্থান এক।”

তিনি আরও বলেন, আন্দোলনকে দমন করতে কোনো গোপন চক্রান্ত বা চাপ প্রয়োগ সফল হবে না। জনগণের শক্তিই শেষ পর্যন্ত নির্ধারণ করবে রাজনৈতিক ভবিষ্যৎ।

ফারুক

আরো পড়ুন  

×