ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পাবনায় আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার 

রফিকুল ইসলাম রনি, চাটমোহর, পাবনা

প্রকাশিত: ১৬:৪৪, ১০ মে ২০২৫

পাবনায় আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার 

ছবি: দৈনিক জনকন্ঠ

পাবনার চাটমোহরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪জন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  

শনিবার (১০ মে) দুপুরে গ্রেফতারকৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার গুনাইগাছা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আব্দুস সামাদ সরকার (৬৫), ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বহিষ্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: ফিরোজ মাহমুদ (২৯), মথুরাপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বৃ-গুয়াখড়া গ্রামের মো: শরিফুল ইসলাম মকবুল (২৫) ও একই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো: রফিকুল ইসলাম (৪২)।

চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মঞ্জুরুল আলম বলেন, শুক্রবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪জন বিস্ফোরক মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

মিরাজ খান

×