ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১

ফারুক হোসাইন, সোনারগাঁ, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:২৭, ১০ মে ২০২৫

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১

ছবি: দৈনিক জনকন্ঠ

সোনারগাঁয়ে একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ আলী আকবর খান (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৯ মে) দিবাগত রাতে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর সংলগ্ন মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। 

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা মো.রাশেদুল হাসান খাঁন। আটককৃত যুবক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা মাথাভাঙ্গা গ্রামের আ: সাত্তার খাঁনের ছেলে।

জানা গেছে, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাঈমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কের মেঘনা টোলপ্লাজা অংশে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন অভিযান চালায়। এ সময়ে রয়্যাল এনফিল্ড কোম্পানির একটি মোটরসাইকেল আটকে তল্লাশি করা হয়। তল্লাশি করে গাড়ির টুল বক্সের ভেতরে রক্ষিত একটি এসটারা মডেলেরে বিদেশি রিভলভার এবং ০৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, ‘আটককৃত ব্যক্তি তার সঙ্গে থাকা অস্ত্র ও গুলির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মিরাজ খান

×