
ছবিঃ সংগৃহীত
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ত্বকির বাবা রফিউর রাব্বী এক টেলিভিশন সাক্ষাৎকারে সেলিনা হায়াৎ আইভির গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি বলেন, "আইভিকে যেই মামলায় গ্রেফতার করা হয়েছে—যেখানে বলা হয়েছে তিনি শামীম ওসমানের সঙ্গে মিলে একটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন—এই অভিযোগ কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। কারণ শামীম ওসমানের সঙ্গে তার কোনো মিল বা সম্পর্কই নেই। শামীম ওসমান ডানে গেলে, আইভি বামে যায়; তিনি বামে গেলে, শামীম ওসমান বামে যান। এই দুজনের সম্পর্ক এমন যেন সাপে-নেউলে।"
তিনি আরও বলেন, "গত ১৬ বছর ধরে শেখ হাসিনার আশ্রয়-প্রশ্রয়ে শামীম ওসমান নারায়ণগঞ্জকে একপ্রকার নরকে পরিণত করেছেন। মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছেন। এই মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আমরাও যেমন প্রতিবাদ করেছি, আইভিও প্রতিবাদ করেছেন। ২০১৮ সালের ১৬ জানুয়ারি যখন আইভি প্রতিবাদ করতে গিয়েছিলেন, তখন শামীম ওসমানের লোকজন তাকে রাস্তায় ফেলে মারধর করেছে এবং গুলি চালিয়েছে।"
রফিউর রাব্বী অভিযোগ করেন, "৫ আগস্টের পর যেসব ব্যক্তি লুটপাট, সন্ত্রাস এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে—তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং বসুন্ধরা টিস্যু যেমন টানা সপ্তমবারের মতো 'বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড' স্বীকৃতি পেয়েছে, তেমনিভাবে এসব অপরাধীরা সরকারি বাহিনীর সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়ে গেছে। শামীম ওসমান এবং তার পরিবারও দেশ ছেড়ে পালিয়েছে। অথচ আইভিকে গ্রেফতার করা হয়েছে, যিনি কোথাও পালাননি। তিনি তার বাসায় ছিলেন এবং ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধেও কোনো ভূমিকা পালন করেননি।"
তিনি বলেন, "আইভির সমালোচনা শুধু এই কারণে করা যায় যে, তিনি শেখ হাসিনার দলে ছিলেন—একটি ফ্যাসিস্ট দলে। আর এই কারণেই তাকে প্রতিহিংসার শিকার হতে হয়েছে।"
রফিউর রাব্বী দাবি করেন, "আমরা এই আন্দোলনের মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরা চাই বিচারহীনতার অবসান হোক। শেখ হাসিনা তার মাফিয়াতন্ত্রের মাধ্যমে যে গডফাদারতন্ত্র কায়েম করেছিলেন, তার অবসান হোক। অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারহীনতা থেকে জাতিকে মুক্ত করবে—এটাই আমাদের প্রত্যাশা।"
তিনি আরও বলেন, "যদি আইভি অপরাধী হয়ে থাকেন, তাহলে সঠিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি হোক। আর যদি তিনি নিরপরাধ হন, তাহলে তাকে মুক্তি দিয়ে রাষ্ট্র একটি দৃষ্টান্ত স্থাপন করুক। বিচারহীনতার এই বোঝা থেকে জাতিকে মুক্ত করতে হবে।"
মারিয়া