
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর রাজপথে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক জনসমাগম দেখা যায়।
মিছিলে হান্নান মাসউদ বলেন, “গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলবে না — আওয়ামী লীগ নিষিদ্ধ কর, দেশের মানুষকে মুক্ত কর। একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর। খুনী হাসিনার বিচার চাই। ব্যান ব্যান আওয়ামী লীগ।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে জনগণের অধিকার হরণ করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। তার দাবি, একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অধীনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি।
মিছিলটি শহরের কেন্দ্রীয় এলাকায় ঘুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা এবং ছাত্রজনতা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে।
আসিফ