
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ইউনিট দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) সকাল ৭টায় উপজেলা জামায়াতের নিজস্ব মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
শিক্ষা শিবিরে উপজেলা সেক্রেটারি মো. শামীম নূর ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা কাজী আবুল বাশার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম।
মাওলানা রফিকুল ইসলাম বলেন, “সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং তা বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। সময়, পরিস্থিতি ও প্রেক্ষাপট বিবেচনায় কর্মসূচি নির্ধারণ করা দরকার। প্রতিটি দায়িত্বশীলকে ধৈর্য, আত্মত্যাগ ও সাহসিকতার পরিচয় দিতে হবে।”
সাপ্তাহিক বৈঠকের গুরুত্ব ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন উপজেলা সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম। তিনি বলেন, “সংগঠনের গতিশীলতা রক্ষায় নিয়মিত সাপ্তাহিক বৈঠক অপরিহার্য। বৈঠকের মাধ্যমে আদর্শ, পরিকল্পনা ও দায়িত্ব পালনের চেতনা জাগ্রত হয়।”
শুভেচ্ছা বক্তব্যে উপজেলা আমির মাওলানা কাজী আবুল বাশার বলেন “১৭ বছর পর প্রকাশ্যে এই শিক্ষা শিবির আয়োজন করতে পারা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি আমাদের দ্বীনি কর্মকাণ্ডের ধারাবাহিকতা ও অগ্রগতির প্রতীক। দায়িত্বশীলদের আত্মশুদ্ধি, আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দলীয় আদর্শে দৃঢ় থেকে ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে হবে। আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য, শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।”
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিফাত