ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি হামলায় গাজায় শিশু নিহত, ওষুধ-খাদ্য সংকটে বিপর্যয়

প্রকাশিত: ১৯:০০, ১০ মে ২০২৫; আপডেট: ১৯:০১, ১০ মে ২০২৫

ইসরায়েলি হামলায় গাজায় শিশু নিহত, ওষুধ-খাদ্য সংকটে বিপর্যয়

ছবি: সংগৃহীত

ইসরায়েলি সামরিক বাহিনীর ধারাবাহিক হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও প্রাণ হারিয়েছেন একাধিক শিশু ও অসহায় বেসামরিক মানুষ। চলমান অবরোধের কারণে বন্ধ রয়েছে চিকিৎসা ও খাদ্য সরবরাহ, যার ফলে ক্যানসার, ডায়াবেটিসসহ বহু জটিল রোগে আক্রান্ত রোগী মৃত্যুর মুখে পড়েছেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শনিবার সকালে গাজার সাবরা এলাকায় একটি তাঁবুতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে তালিব পরিবারে তিন শিশু, তাদের মা ও পিতা নিহত হন।

ওরা কিছুই করেনি। ঘুমন্ত অবস্থায় ওদের ওপর বোমা বর্ষণ করা হয়েছে, বলেছেন পরিবারের সদস্য ওমর আবু আল-কাস।

গাজা শহরের তুফাহ এলাকায় চালানো একটি ড্রোন হামলায় নিহত হন আরও একজন। দক্ষিণে রাফাহ অঞ্চলে ইসরায়েলি নৌবাহিনীর গোলাগুলিতে মোহাম্মদ সাঈদ আল-বারদাউইল নামের এক ব্যক্তি নিহত হন।

পাশাপাশি আল-মাওয়াসি মানবিক নিরাপদ অঞ্চলেও হামলা হয়েছে, যাতে আহত হন আরও দুজন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ২৩ জন নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন ইসরায়েলি হামলায়।

এসএফ 

সূত্র: আলজাজিরা

×