
ছবি: জনকণ্ঠ
চুয়াডাঙ্গার উপর দিয়ে টানা ৩ দিন ধরে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। গত পর পর দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।
শনিবার বেলা ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা। পর পর দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি গত ৩ দিনে ৫ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রচন্ড গরমে অতিষ্ট হয়ে পড়েছে মানুষ ও প্রাণীকুল।
প্রতিদিনই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বাতাসের আদ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে শরীর থেকে ঘাম ঝরছে। ফলে জনজীবনে দুর্ভোগ বেড়ে গেছে। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় মানুষের চলাচল কমে যাচ্ছে। প্রয়োজন ছাড়া বাড়ী থেকে মানুষ বের হচ্ছেনা। শরবত, আইসক্রিম, ডাবসহ ঠান্ডা জাতীয় খাবারের দোকানে বেচাকেনা বেড়ে গেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার বেলা ৩ টায় চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বোচ্চ। এসময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ২৩ ভাগ। এরকম তাপমাত্রা আরো দুই এক দিন থাকতে পারে। তারপর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
শহীদ