ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

একটা একটা লীগ ধর- স্লোগানে আ.লীগ নিষিদ্ধ চাইলেন রফিকুল ইসলাম মাদানী 

প্রকাশিত: ১৯:১২, ১০ মে ২০২৫; আপডেট: ১৯:১৮, ১০ মে ২০২৫

একটা একটা লীগ ধর- স্লোগানে আ.লীগ নিষিদ্ধ চাইলেন রফিকুল ইসলাম মাদানী 

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে আজ শনিবার বেলা তিনটার পর থেকে শাহবাগে গণজমায়েত শুরু হয়৷ শাহবাগ মোড়ে গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন ইসলামী ছাত্রশিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

সেখানে উপস্থিত হয়েছিলো ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী।আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে স্লোগান দিয়েছেন এই ইসলামী বক্তা।এসময়-‘আপোষ না সংগ্রাম?,‘সংগ্রাম,সংগ্রাম’,‘আওয়ামী লীগের দালালেরা’,‘হুঁশিয়ার,সাবধান ‘,‘রক্তের বন্যায়’,‘ভেসে যাবে অন্যায়’,‘ফ্যাসিবাদের দালালেরা’,‘হুঁশিয়ার,সাবধান’,‘একটা একটা লীগ ধর’,‘ধরে ধরে জবাই কর’,‘দিল্লী না ঢাকা?’,‘ঢাকা,ঢাকা’,‘গোলামী না আজাদী ‘,‘আজাদী,আজাদী’,সারা বাংলায় খবর দে’,‘আওয়ামী লীগের কবর দে’-এ ধরণের নানান স্লোগান দিতে দেখা যায় রফিকুল ইসলাম মাদানীকে।

উল্লেখ্য,আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী’ দল হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার দাবি নিয়ে এনসিপি গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। সেখান থেকে পরে শাহবাগ মোড়ে অবরোধ (ব্লকেড) কর্মসূচি শুরু হয়। আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩ দাবিতে শুক্রবার (৯ মে) থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। 


সূত্র:https://tinyurl.com/5y587yaw

আফরোজা

×