
পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান।ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর পরই এই বৈঠক ডাকল পাকিস্তান।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির শীর্ষ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত এনসিএর এই বৈঠক ডেকেছেন। সংস্থাটি পারমাণবিক অস্ত্রসংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নিয়ে থাকে।
অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শনিবার (১০ মে ২০২৫) দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন।
এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর প্রধান এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। বৈঠকে পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সরকারি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা প্রস্তুতি, এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দিক নিয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকে মতবিনিময় হয়।
এই দুই বৈঠককে ঘিরে দুই দেশের মানুষদের মধ্যে চলছে নানা জল্পনা। বিশ্লেষকরা মনে করছেন পাকিস্তানের পারমাণবিক বৈঠক থেকে যদি পরমাণু অস্ত্র ব্যবহারের নতুন কোন সিদ্ধান্ত আসে তাহলে ভয়াবহ পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভারত-পাকিস্তান।
ফুয়াদ