ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, ক্ষয়ক্ষতির ব্যাপারে যা জানা গেল!

প্রকাশিত: ১৪:৪২, ১০ মে ২০২৫; আপডেট: ১৪:৪৩, ১০ মে ২০২৫

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, ক্ষয়ক্ষতির ব্যাপারে যা জানা গেল!

ছবি: সংগৃহীত

যুদ্ধাবস্থার মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। এক বিবৃতিতে দেশটির আবহাওয়া দপ্তর পিএমডি জানিয়েছে, শনিবার সকাল ১০টা ৮ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে পাকিস্তানে।

এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল পাকিস্তানের উত্তরপশ্চিমে হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ২৩০ কিলোমিটার গভীরে। 

এদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৯.৬৭° উত্তর অক্ষাংশ এবং ৬৬.১০° পূর্ব দ্রাঘিমাংশে, অর্থাৎ পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলের কাছাকাছি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, কম গভীরতায় ভূমিকম্পের কেন্দ্র হলে তার প্রভাব বেশি হয় এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। যদিও তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা সম্পদ ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে সম্ভাব্য আফটার শকের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

পাকিস্তানের বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। ভূমিকম্পের সময় সাধারণ মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসে।

শিহাব

আরো পড়ুন  

×