ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সব দিক থেকে ধরাশায়ী ভারত, খেলার মাঠেও লজ্জাজনক হার পাকিস্তানের কাছে!

প্রকাশিত: ১৬:১২, ১০ মে ২০২৫

সব দিক থেকে ধরাশায়ী ভারত, খেলার মাঠেও লজ্জাজনক হার পাকিস্তানের কাছে!

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ওমানের মাসকটে শুক্রবার অনুষ্ঠিত ১০ম এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের লিগ ম্যাচে মুখোমুখি হয় দুই দেশের দল। সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই খেলায় পাকিস্তান ভারতকে সরাসরি দুই সেটে পরাজিত করে; প্রথম সেটে ৩৪–৬ এবং দ্বিতীয় সেটে ৩৬–৭ ব্যবধানে। ভারতীয় খেলোয়াড়রা ম্যাচের সময় কালো ব্যাজ পরেছিলেন, যা এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন ও আয়োজকদের পক্ষ থেকে খুলে ফেলতে বলা হয়; এমনকি প্রতিবাদ দেখালে দলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়।

ম্যাচ বয়কটের চিন্তা করলেও আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী ম্যাচে না খেললে ১০ হাজার ডলার জরিমানা ও দুই বছরের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় ভারতীয় দল খেলতে বাধ্য হয়। হ্যান্ডবল ফেডারেশন অব ইন্ডিয়ার নির্বাহী পরিচালক আনন্দেশ্বর পাণ্ডে জানান, সরকার থেকে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়ায় দল খেলতে যায়, তবে ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে খেলার বিষয়ে মন্ত্রণালয় ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্দেশনার অপেক্ষায় আছেন।

এসইউ

×