ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বকশীগঞ্জে নাশকতা মামলায় আ’লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

সংবাদদাতা, বকশীগঞ্জ, জামালপুর ||

প্রকাশিত: ১৪:৪৩, ১০ মে ২০২৫

বকশীগঞ্জে নাশকতা মামলায় আ’লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মোশারফ হোসেন মিরাজ ওই এলাকার শহীদ মিয়ার ছেলে। দলীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছিলেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জানান, “নাশকতার একটি মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

নুসরাত

×