ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

যুদ্ধ আনে ধ্বংস, শান্তি আনে জীবন: ড. রেজাউল করিম

প্রকাশিত: ১৪:৪৫, ১০ মে ২০২৫

যুদ্ধ আনে ধ্বংস, শান্তি আনে জীবন: ড. রেজাউল করিম

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরোধী এক বার্তায় শান্তির আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাপ্তাহিক সোনার বাংলা-এর সহকারী সম্পাদক ড. রেজাউল করিম।

ফেসবুকে তিনি লেখেন, “যুদ্ধ আনে ধ্বংস, আর শান্তি আনে জীবন — যুদ্ধকে উপেক্ষা করে, শান্তিকে আলিঙ্গন করুন।”

এই পোস্টে বিভিন্ন জন নানা দৃষ্টিকোণ থেকে মতামত দিয়েছেন। এক কমেন্টে একজন লিখেছেন, “যুদ্ধ কারোর জন্যই মঙ্গল বয়ে আনতে পারে না। না যুদ্ধে জড়িত দেশ, না তার প্রতিবেশী—সবার মাঝেই অশান্তি বিরাজ করে। তাই যুদ্ধকে না বলি।”

তবে ভিন্ন মতও উঠে এসেছে। আরেকজন মন্তব্য করেছেন, “যুদ্ধ না করলে শান্তি প্রতিষ্ঠিত হয় না। আপনারা যুদ্ধ ছাড়া শান্তি চান, এ জন্যই এটিএম আজহারুল ইসলাম এখনো জেলে।”

এছাড়া ভারতের প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে আরেকজন মন্তব্য করেন, “উক্তিটা আগে নরেন্দ্র মোদিকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে।”

ড. রেজাউল করিমের এই পোস্ট ও তাতে প্রতিক্রিয়াগুলো যুদ্ধ ও শান্তি নিয়ে সমসাময়িক বিতর্কের একটি প্রতিচ্ছবি হিসেবেই উঠে এসেছে।

এএইচএ

×