
ছবি: সংগৃহীত
তিন দফা দাবিতে আজ বিকেল ৩টা থেকে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্র-জনতার গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। একইসাথে সারাদেশের "জুলাই-স্পট" গুলোতে গণ-অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
ছাত্র-জনতার উত্থাপিত তিন দফা দাবি হলো:
১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।
২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান সংযুক্ত করতে হবে।
৩. ‘জুলাইয়ের ঘোষণাপত্র’ অবিলম্বে জারি করতে হবে।
এই কর্মসূচির ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
ঘোষণায় তিনি সকল ছাত্র, যুবক ও সচেতন নাগরিকদের শাহবাগে এবং দেশের বিভিন্ন অঞ্চলে গণ-অবস্থানে যোগ দিয়ে দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এএইচএ