ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

চলমান উত্তেজনার মধ্যে পারমাণবিক কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ

প্রকাশিত: ১১:১৬, ১০ মে ২০২৫; আপডেট: ১১:১৬, ১০ মে ২০২৫

চলমান উত্তেজনার মধ্যে পারমাণবিক কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ

ছবি: সংগৃহীত।

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই পারমাণবিক অস্ত্র নীতিনির্ধারণী কর্তৃপক্ষ ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ)-এর জরুরি সভা আহ্বান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (১০ মে) সকালে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী ও এনসিএ-র চেয়ারম্যান হিসেবে শাহবাজ শরিফ অত্যন্ত গোপনীয় এই বৈঠকে সভাপতিত্ব করবেন। উল্লেখ্য, এনসিএ-ই পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের ধারণা, ভারতের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে পাকিস্তান সম্ভাব্য প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সীমান্তে দূরপাল্লার বিধ্বংসী অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিতে পারে এই বৈঠকে। এনসিএ থেকে সবুজ সংকেত পেলে পাকিস্তান সেনাবাহিনী ভারী অস্ত্র ব্যবহারের অনুমতি পাবে।

বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশেষ করে ২০১৯ সালে প্রকাশিত এক গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ২০২৫ সালের মধ্যে ভারত-পাকিস্তান যুদ্ধ পারমাণবিক পর্যায়ে পৌঁছাতে পারে। সেই প্রতিবেদনে এমন যুদ্ধ সংঘটিত হলে প্রায় ১২ কোটির বেশি মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছিল।

সম্প্রতি ভারত কর্তৃক সিন্ধু পানি চুক্তি বাতিলের সিদ্ধান্ত পাকিস্তানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পাকিস্তানি রাজনীতিকরা একে ‘সার্বভৌমত্বে হস্তক্ষেপ’ বলে উল্লেখ করে, সর্বশক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো একাধিক জনসভায় বলেন, “আমরা আমাদের অধিকার রক্ষায় প্রয়োজনে সবকিছু করতে প্রস্তুত।”

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা যদি আরও বাড়ে, তবে তা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের আশঙ্কা।

নুসরাত

×