
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিমানঘাঁটিগুলোর ওপর ভারতের টার্গেটেড হামলার ফলে ভারত-পাকিস্তান উত্তেজনা এখন সম্পূর্ণ যুদ্ধ পরিস্থিতিতে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক কৌশল ও নীতিনির্ধারণ বিষয়ক সংস্থা নিউ লাইনস ইনস্টিটিউটের সিনিয়র ডিরেক্টর কামরান বোখারি।
ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত এই বিশ্লেষক বলেন, রাওয়ালপিন্ডি (পিন্ডি) আঘাতপ্রাপ্ত হওয়ার পাশাপাশি সারগোধা’র মতো গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিগুলোতে হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, এখন আমরা অনেক বড় পরিসরের যুদ্ধের মুখোমুখি হচ্ছি।
পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধের গতি ও মাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তা যদি অব্যাহত থাকে তবে উভয় দেশের জন্যই বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে। এরই মধ্যে সীমান্তের দু’পাশে বেসামরিক জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।
বিশ্ব সম্প্রদায়ও উদ্বেগ প্রকাশ করেছে এ ধরণের সামরিক উত্তেজনার ব্যাপারে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরব দুই পক্ষকেই সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।
এসএফ