ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে মনে হচ্ছে পাকিস্তান যেকোনো সময় ভারতের ওপর পাল্টা হামলা চালাতে পারে: আল জাজিরার লাহোর প্রতিনিধি ওসামা বিন জাভেদ

প্রকাশিত: ০৫:১৭, ১০ মে ২০২৫; আপডেট: ০৫:১৭, ১০ মে ২০২৫

পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে মনে হচ্ছে পাকিস্তান যেকোনো সময় ভারতের ওপর পাল্টা হামলা চালাতে পারে: আল জাজিরার লাহোর প্রতিনিধি ওসামা বিন জাভেদ

ছবিঃ সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাহোর প্রতিনিধি ওসামা বিন জাভেদ জানিয়েছেন, পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি— ভারতের দিক থেকে ছোড়া এয়ার-টু-সারফেস (আকাশ থেকে মাটিতে আঘাত হানে এমন) ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল পাকিস্তানের তিনটি সামরিক ঘাঁটি, যদিও পাকিস্তান বলছে তারা এসব হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ওসামা বিন জাভেদ বলেন, “এটা এমন একটি রাত, যেখানে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে চলেছে বলে মনে হচ্ছে।”

তিনি আরও বলেন, “সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্তেজনা হ্রাসে বারবার উদ্যোগ নেওয়া সত্ত্বেও নিয়ন্ত্রণ রেখা (লাইন অফ কন্ট্রোল) বরাবর নতুন করে সংঘর্ষ চলছে।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে মনে হচ্ছে পাকিস্তান যেকোনো সময় ভারতের ওপর পাল্টা হামলা চালাতে পারে।”

সূত্রঃ আল জাজিরা

ইমরান

×