ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কাশ্মীর হামলায় ‘নতুন ভয়াবহতার’ কথা জানালেন পাকিস্তান-শাসিত অঞ্চলের বাসিন্দারা

প্রকাশিত: ০৩:০৪, ১০ মে ২০২৫; আপডেট: ০৩:০৫, ১০ মে ২০২৫

কাশ্মীর হামলায় ‘নতুন ভয়াবহতার’ কথা জানালেন পাকিস্তান-শাসিত অঞ্চলের বাসিন্দারা

ছবি: সংগৃহীত

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের পর পাল্টা হামলায় পাকিস্তান-শাসিত কাশ্মীরে ঢুকে হামলা চালায় ভারতীয় বাহিনী। এরপর থেকেই তিনদিন ধরে নতুন এক “ভয়াবহ দুঃস্বপ্নের” মুখোমুখি স্থানীয় বাসিন্দারা। পাকিস্তান-শাসিত কাশ্মীরের খুইরাট্টার বাসিন্দা ডা. জিশান দাউদ এমনটাই বললেন সিএনএন-কে।

গত বুধবার ভোরে প্রবল গোলাবর্ষণের শব্দে ঘুম ভেঙে যায় তাঁর। মুহূর্তেই বিদ্যুৎ চলে যায়, বাড়ি ঘিরে নামে অন্ধকার। তার আগে দাউদের বোনের বাসস্থান, কোটলির ঘনবসতিপূর্ণ এলাকা, ভারতীয় হামলায় আক্রান্ত হয়। তিনি বলেন, “আমরা ভেবেছিলাম, সীমান্তের পাহাড়ি এলাকাগুলিতেই গোলাবর্ষণ চলছে, যেমনটা টানাপোড়েনের সময় দেখা যায়। কিন্তু এবার সেটা পরিকল্পিত মনে হয়েছে।

দাউদের ভাষায়, এতটাই তীব্র ছিল গোলাবর্ষণ যে আমাদের বাড়ি কেঁপে উঠছিল। আমার পরিবারের সবাই—শিশু থেকে বৃদ্ধ, নারী সবাই আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছিল।

তিনি জানান, তিনি ও তাঁর পরিবারের ছয় সদস্য (যাঁদের বয়স ৫ থেকে ৭৩-এর মধ্যে) তিনদিন ধরে ধ্বংস, ভয়ের এবং ক্ষতির এক দুঃসহ চক্রে আবদ্ধ হয়ে পড়েছেন। ভারতের বিমান ও ড্রোন হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলা এবং দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগের মাঝে সাধারণ মানুষ পড়েছে সবচেয়ে বিপর্যয়ের মুখে। ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতে কাঁপছে অঞ্চলটি।

এই অঞ্চলের মানুষ অত্যন্ত সহনশীল। কিন্তু কোনো মা-বাবা চায় না, তার সন্তান এই সন্ত্রাসের মধ্যে বড় হোক বা মারা যাক। এই রাতগুলোর মানসিক দাগ বহুদিন থেকে যাবে,” বলেন দাউদ।

তিনি আরও বলেন, আমরা সাধারণ মানুষ, এই সংঘাতে আমাদের কোনো ভূমিকা নেই। আমরা শুধু খবরের সংখ্যা নই, আমরা মানুষ—নিরাপত্তা, সম্মান আর ভয়মুক্ত ভবিষ্যৎ আমাদের প্রাপ্য।

সূত্র: সিএনএন

×